নূর হোসেন স্বৈরতন্ত্র আনার জন্য জীবন দিয়েছিলেন কিনা সেটা ভাবতে হবে
- আপডেট সময় : ০৭:৫০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
নুর হোসেনকে দেশপ্রেমিক মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, নূর হোসেন গণতন্ত্রকে মুক্তি দেয়ার জন্য নাকি স্বৈরতন্ত্র আনার জন্য জীবন দিয়েছিলেন, সেটা এখন জাতিকে ভাবতে হবে। ১০ নভেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে বনানীর কার্যালয়ে আলোচনা সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
১০ নভেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে বনানীর কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এ সময় গণতন্ত্রকে শক্ত অবস্থানে নিয়ে যেতে দলের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন ।
প্রয়াত প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদের শাসন ব্যবস্থা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে জিএম কাদের বলেন, সাংবিধানিকভাবেই দেশে এখন একনায়কতন্ত্র চলছে।
১০ই নভেম্বর দিনটিকে ঐতিহাসিক মন্তব্য করে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ স্বৈরাচার ছিলেন না। গণতন্ত্র এখন সোনার হরিণ, তাই মানুষ এখন ভোট দিতে যায় না, বলেও মন্তব্য করেন জাতীয় পার্টির নেতারা।