নেই এক পা, অদম্য ইচ্ছাশক্তি দিয়ে জমিতে সবজি চাষে সফল
- আপডেট সময় : ০৮:৩০:৩৬ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ১৬০৯ বার পড়া হয়েছে
নেই এক পা, তবে অদম্য ইচ্ছাশক্তি দিয়ে নিজের ও বর্গা নেয়া জমিতে সবজি চাষ করে সফল হয়েছেন তিনি। খরচ বাদ দিয়ে বছরে গড়ে আয় করছেন ৬/৭ লাখ টাকা। জাতীয় পর্যায়ে সেরা কৃষকের স্বীকৃতিও পেয়েছেন। শাররিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া সফল এ কৃষক খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বান্দরছড়া গ্রামের কৃষক শফিউল বশর।
সবজী চাষে আয় ভালো হওয়ায় পর্যায়ক্রমে অন্যদের নিকট হতে ৯ বিঘা জমি বর্গা নিয়ে সবজি চাষ শুরু করেন । এখনো তার সবজিক্ষেতে রয়েছে ক্ষীরা, ফুলকপি, বাঁধাকপি, কাঁচা মরিচ, ভেলু, করলা ও টমেটো। ডায়মন্ড জাতের আলু গাছের ফাঁকে ফাঁকে সাথী ফসল হিসেবে চাষ করেছেন ভুট্টা। সবজি খেতে সারাদিন সময় দেন তিনি।
বর্তমানে তার সবজী ক্ষেতে কাজ করে সংসার চালান অন্তত ১০/১২ জন শ্রমিক।
একজন প্রতিবন্ধী হয়েও সবজি চাষে বিপ্লব ঘটিয়েছেন শফিউল বশর, যা এলাকার মানুষকে উজ্জীবিত করেছে। অনেক মানুষ তাকে দেখে সবজি চাষে আগ্রহী হয়েছে।
এভাবেই প্রতিবন্ধকতাকে জয় করে এগিয়ে যাবে সব মানুষ, জয় হবে মানবতার-এই প্রত্যাশা সকলের।