নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সব জেলা সদরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৮:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
উপনির্বাচনের ফল বাতিল ও মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে সব জেলা সদরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
সকালে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশে অংশ নেন জেলা বিএনপির নেতাকর্মীরা। শহরের এইচএসএস সড়কের দলটির জেলা কার্যালয়ের এ কর্মসূচিতে বক্তারা, পুণরায় নির্বাচনের দাবি জানান। এসময় বিএনপির নেতাকর্মীদের নামে দায়েরে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বিএনপি জেলা আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।