নেতাকর্মীদের গ্রেফতার-হয়রানি বন্ধের আহবান মেয়র প্রার্থী তৈমুরের
- আপডেট সময় : ০৭:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নেতাকর্মীদের গ্রেফতার-হয়রানি বন্ধের আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার। তিনি বলেন, নির্বাচন নিরপেক্ষ না হলে জাতির কাছে প্রশ্নবিদ্ধ হবেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ প্রার্থী ডা: সেলিনা হায়াৎ আইভী বলেন, সন্ত্রাসীদের গ্রেফতার করছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি বন্ধের আহবান জানান তিনি।
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রচার প্রচারণায় স্লোগানে স্লোগানে মুখর পুরো নগরী। পোস্টার ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে অলিগলি।রয়েছে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ। সকালে ১২ নম্বর ওয়ার্ড নগরীর খানপুর হাসপাতাল রোড থেকে গণসংযোগ শুরু করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার।এসময় তিনি অভিযোগ করেন, তার নেতাকর্মীদের গ্রেফতার, হয়রানি, এমনকি বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে আইনশৃঙ্খলা বাহিনী। সরকারি দলের মধ্যে বিভাজন এবং পরস্পর বিরোধী বক্তব্যে তিনি হতাশ বলে জানান।
অন্যদিকে, ১৮ নম্বর ওয়ার্ডের নিতাইগঞ্জে গণসংযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী ডা সেলিনা হায়াৎ আইভী। আইভী বলেন, ভোটের মাঠে প্রতিটি মুহূর্তই চ্যালেঞ্জিং। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে- তৈমুরের এমন বক্তব্যের বিরোধীতা করে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মাদক বিক্রেতা, সন্ত্রাসী এবং কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেপ্তার করছে, কোন বিএনপি নেতাকে নয়।
এই নির্বাচনে মেয়র প্রার্থী সাত জন। তবে তুমুল লড়াই হবে আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকারের মধ্যে।
নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ১৪৮জন সাধারণ কাউন্সিলর ও ৩৪ জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।