বিএনপির মহাসমাবেশ পণ্ড করার ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত : ব্যারিস্টার কায়সার কামাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩০:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
- / ১৬৫১ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারাদেশে আটক নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি এবং ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল লিখিত বক্তব্যে বলেন, গত ২৮ অক্টোবর পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলায় বিএনপির মহাসমাবেশ পণ্ড করার ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। ওই ঘটনাকে কেন্দ্র করে একের পর এক মিথ্যা মামলায় বিএনপি মহাসচিবসহ অন্যান্য নেতাদের গ্রেপ্তার, রিমান্ড গ্রহণ, বিএনপি অফিসকে তালাবদ্ধ করে রাখা– সবই বিএনপিকে নেতৃত্বশূন্য করার নীল-নকশার অংশ। বিএনপির শীর্ষ নেতৃত্বসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং আটক নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানান তারা।