নেতৃত্বশূন্য করতেই খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় সময়ক্ষেপণ করছে সরকার : মঞ্জু
- আপডেট সময় : ০৫:০৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
খালেদা জিয়াকে সুচিকিৎসা দিতে সময় নষ্ট না করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এদিকে, কর্মসূচি চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগে নাটোরে ৫১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ। এছাড়া টাঙ্গাইলে মানববন্ধন করে দ্রুত খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছে জেলা আইনজীবী সমিতি।
বিএনপিকে নেতৃত্বশূন্য করতে খালেদা জিয়াকে সুচিকিৎসার দিতে সময়ক্ষেপণ করছে সরকার চায় বলে অভিযোগ করেছেন খুলনার সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। দুপুরে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ২২ নভেম্বর বিএনপির কর্মসূচিতে বাধা দিয়ে গণতান্ত্রিক অধিকারের পুলিশ বেআইনি হস্তক্ষেপ করেছে।
খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসা নিতে বিদেশে পাঠানোর দাবিতে ডাকা কর্মসূচিতে বিভিন্ন জেলায় পুলিশ বাধা দিলে দফায় দফায় সংঘর্ষ হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ তরিকুল ইসলামসহ অনেকে।
অজ্ঞাত ৪শ’ জনকে আসামি করে মামলা করেছে নাটোর পুলিশ। সাংবাদিক ও পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার অভিযোগ করা মামলায় ১১৬ জনের নাম উল্লেখ করা হয়। ঘটনায় পুলিশ ৯ জন বিএনপি নেতা কর্মীকে গ্রেফতার করেছে।
অণ্যদিকে, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে টাঙ্গাইলে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এসময় কর্মসূচিতে অংশ নেয়া বক্তারা বলেন, ফৌজদারী কার্যবিধির ধারা ৪০১ মোতাবেক বিশেষ আদেশে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করার সুযোগ রয়েছে। এই ক্ষেত্রে আইনগত কোন বাধা নেই।
কর্মসূচি শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়।