নেতৃত্ব পাওয়ার পরদিনই অনুশীলনে সাকিব আল হাসান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
নেতৃত্ব পাওয়ার পরদিনই অনুশীলনে সাকিব আল হাসান। মিরপুর স্টেডিয়ামে একাই লম্বা সময় নিজেকে ঝালিয়ে নিলেন দেশসেরা অলরাউন্ডার।
সকালে মিরপুর গিয়ে প্রথম জিম ও পরে রানিং সেশন করেন সাকিব। জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে ছিলেন না এই অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ওয়ানডে সিরিজ না খেলেই ছুটি নিয়েছিলেন তিনি। ফলে প্রায় এক মাসের বেশি সময় ধরে খেলার বাইরে ছিলেন সাকিব। তাই দলীয় অনুশীলন না থাকলেও মাঠে গিয়েছিলেন টাইগারদের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক। এশিয়া কাপ খেলতে আগামী সপ্তাহে আরব আমিরাত যাবে বাংলাদেশ। শারজায় ৩০ আগস্ট আফগানিস্তানের সঙ্গে নিজেদের প্রথম ম্যাচটি খেলবে টাইগাররা।