নেত্রকোণায় মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০২৪
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
নেত্রকোণার কলমাকান্দায় মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে ময়মনসিংহ রেব।
সকালে নেত্রকোণার কলমাকান্দা থানার কুট্টাকান্দা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহ রেব-১৪’এর উপ-পরিচালক আনোয়ার হোসেন জানান, মামলার বাদী আব্দুল মালেক ও প্রতিবেশী আসামি হাতেম আলীর মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জেরে গত ৩১ ডিসেম্বর আসামিরা বাদীর স্ত্রী মোমেনা খাতুনকে মারপিট করার সময় তার কোলে থাকা আড়াই বছরের শিশু জুনাইদের মাথায় আঘাত লাগে। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় নিহত শিশুর বাবা আব্দুল মালেক ৪ জনকে আসামি করে হত্যা মামলা করেন।