নেত্রকোণার খারনৈ ইউনিয়নের স্থগিত হওয়া ভোট গ্রহণ শেষ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
ব্যালট ছিনতাইয়ের কারণে গেল ২৮ নভেম্বর নেত্রকোণার খারনৈ ইউনিয়নের স্থগিত হওয়া বামনগাও মিশনারিজ স্কুল কেন্দ্রের ভোট গ্রহণ শেষ হয়েছে।
সকাল ৮ থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এখন গণনা চলছে। ভোট গ্রহণ সুষ্ঠু করতে সব ধরনের পদক্ষেপ নিয়েছে কমিশন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কেন্দ্রের ৬টি ভোট কক্ষে ২ হাজার ৫শ’ ৯২ জনের ভোটাধিকার প্রয়োগের কথা। এদিকে, এটি ছাড়া বাকি আট কেন্দ্রের ফল অনুযায়ী নৌকা প্রতীকের প্রার্থী এবিএম সিদ্দিকুর রহমান ভোট পেয়েছেন ৩ হাজার ৩৩৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল হক পেয়েছেন ৪ হাজার ৪১৬ ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী সিরাজুল হক চানমিয়া দেওয়ানী পেয়েছেন ৪ হাজার ২৭২ ভোট।