নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০১:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
নেত্রকোনার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইদ্রিছ আলী নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
গেলসন্ধ্যায় উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন যাবত উপজেলার কালডোয়ার গ্রামের আক্কাছ আলী ও তার ছেলে মোস্তাফিজ এবং মিজানুর রহমান বাবুদের সাথে ইদ্রিছ আলীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছলে প্রতিপক্ষের লোকজন তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাটু থেকে নিচ পর্যন্ত দুই পা ও ডান হাত বিচ্ছিন্ন করে পালিয়ে যায়।স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপরেখীতে দুই ভাইয়ের সংঘর্ষ থামাতে গিয়ে কোদালের আঘাতে বৃদ্ধ পিতার মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা জানান, পারিবারিক কলহের জের ধরে গোপরেখী গ্রামের মুছা ও ছোট ভাই হারুনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে বাধে। তখন পিতা আশরাফ আলী ও মাতা শাহিদা খাতুন ঠেকাতে আসলে তারা আঘাত প্রাপ্ত হন। এক পর্যায়ে ছেলে মুছার কোদালের আঘাতে ঘটনাস্থলেই পিতা মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিতার মরদেহ উদ্ধার ও দুই পুত্রকে আটক করে।