নেত্রকোনার দুর্গাপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
নেত্রকোনার দুর্গাপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার বরইউন্দ বাজারে চায়ের দোকানে বসা নিয়ে নিহতের পিতা মকবুল হোসেনের সাথে জুয়েল নামে একজনের কথা কাটাকাটি হয়। বিষয়টি মিমাংসার জন্য উভয় পক্ষকে নিয়ে স্থানীয় মেম্বার একটি দোকানের সামনে যায়। এসময় মরম আলীসহ তার ছেলেরা আনোয়ারসহ ৩ জনকে ছুরিকাঘাত করে। এসময় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ারকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে মুমুর্ষ অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।