নেত্রকোনার পূর্বধলায় ৭৯ বস্তা ভারতীয় চিনি জব্দ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
- / ১৬৩২ বার পড়া হয়েছে
নেত্রকোনার পূর্বধলায় ৭৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে প্রশাসন।
শনিবার রাতে উপজেলা সদর ইউনিয়নের পাট বাজারে শৈলেশের গোডাউন থেকে এই চিনি জব্দ করা হয়। পুলিশ জানায়, পূর্বধলা পাট বাজারে ব্যবসায়ী শৈলেশ কালো বাজারে বিক্রয়ের উদ্দেশ্যে ভারতীয় চিনি তার গোডাউনে মজুদ করে। জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পূর্বধলা থানা ও এনএসআই’র একটি টিমসহ উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স তার গোডাউনে অভিযান পরিচালনা করে। এসময় ৭৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এ ঘটনায় শৈলেশ নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।