নেত্রকোনায় অস্তিত্ববিহীন ও শর্ত পূরণে অযোগ্য ৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকায়

- আপডেট সময় : ১০:৪২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
নেত্রকোনার মদনে অস্তিত্ববিহীন একটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এতে ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। নিয়ম অনুযায়ী নিজস্ব ভুমিতে প্রতিষ্ঠান থাকার কথা থাকলেও ভাড়া বাড়িতে রয়েছে শুধু সাইনবোর্ড। এই উপজেলায় এরকম আরো ৭টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির তালিকায় রয়েছে। এবিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নির্বাহী কর্মকর্তা।
নেত্রকোনা জেলার মোট ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এমপিও ভুক্তির তালিকায়। এদের মধ্যে নেত্রকোনার মদনে অস্তিত্ববিহীন একটি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এতে ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মাঝে। তবে সরকারী সহযোগিতা না পাওয়ায় কোনোরকম কার্যক্রম চালানো হচ্ছে বলে জানায় প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।
মদন উপজেলায় এরকম আরো ৭টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির তালিকায় রয়েছে। ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা জানালেন, শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন অভ্যন্তরীণ অবকাঠামো ঠিক থাকলেই এমপিও আবেদন করা যাবে। ব্যতিক্রম হলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিক্ষার গুণগত মান অক্ষুন্ন রাখতে সব শিক্ষা প্রতিষ্ঠান নিয়ম অনুযায়ী এমপিওভুক্তি হওয়া উচিত বলে মনে করেন এই শিক্ষাবিদ।