নেত্রকোনার হাওরাঞ্চলে শুরু হয়েছে ইরি-বোরো ধান কাটা
- আপডেট সময় : ০৯:৩৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪
- / ১৭৩১ বার পড়া হয়েছে
নেত্রকোনার হাওরাঞ্চলে শুরু হয়েছে ইরি-বোরো ধান কাটা। এখন পর্যন্ত হাওরে ২০ ভাগ ধান কাটা শেষ হয়েছে বলে জানায় কৃষি বিভাগ। ফলন ভাল হওয়ায় হাওর পারের কৃষকরা খুশি। আবহাওয়া অনুকুলে থাকলে ভালভাবে ধান ঘরে তুলতে পারবে কৃষকরা। এবার কৃষকের ধান ঘরে তুলতে হারভেস্টার মেশিন দেয়া হয়েছে।
ধান উৎপাদনের জেলা নেত্রকোনা। একমাত্র বোরো ফসলই হাওরবাসীর একমাত্র ভরসা। হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটা। আর এই ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে ব্যাপক প্রস্তুতি থাকে তাদের।
প্রখর রোদ উপেক্ষা করে ব্যস্ত সময় পার করছেন হাওর পাড়ের কৃষক-কৃষাণীরা। এ বছর ভাল ফলন হওয়ায় খুশি কৃষকরা।
গেল বছর হাওরে ব্লাস্ট রোগে ধানের ব্যাপক ক্ষতি হয়। একমাত্র ফসল ঘরে তুলতে না পেরে অনেক কষ্টে বছর পার করেছেন তারা। তবে এবছর প্রাকৃতিক দুর্যোগ না থাকায় কৃষকরা ধান কাটতে শুরু করেছে।
জেলায় এ বছর ধান কাটার জন্য ৮৫০টি হারভেস্টার মেশিন কৃষি বিভাগ থেকে দেয়া হয়েছে।প্রতি একর জমির ফসল কাটতে ৫ হাজার টাকা নেয়া হচ্ছে। কাটার সাথে সাথে ধান পাইকারদের নিকট বিক্রি করে দেয়ায় অনেকটাই সুবিধা হয়েছে গৃহস্থদের, জানালেন কৃষি উপপরিচালক।
সট : মো: নুরুজ্জামান, উপপরিচালক, কৃষি সম্প্রদায় অধিদপ্তর, নেত্রকোনা।
এ বছর জেলায় ১ লাখ ৮৫ হাজার ২৩০ হেক্টর জমিতে বোরা ধান আবাদ করা হয়েছে। তার মধ্যে হাওর এলাকায় রয়েছে ৪১ হাজার হেক্টর জমি।