নেত্রকোনায় বাঁধ রক্ষার চেষ্টায় কৃষক
- আপডেট সময় : ০১:৫০:৫০ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে হুমকিতে রয়েছে নেত্রকোনা হাওরের বেড়ি বাঁধগুলো। পানির চাপে ও ঢেউয়ে ধসে যাচ্ছে বাঁধের বিভিন্ন অংশ। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে যেকোন সময় বাঁধ ভেঙ্গে হাওরে ঢুকে পড়বে পানি। বেড়ী বাঁধ রক্ষায় স্থানীয়রা একসাথে কাজ করছেন।
নেত্রকোনা জেলার হাওর এলাকায় সর্বমোট ৩৬৫ কিলোমিটার বেরী বাঁধ রয়েছে। এর মধ্যে খালিয়াজুরী উপজেলার রয়েছে ২০৫ কিলোমিটার বাঁধ। গত কয়েকদিনে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ধনু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে খালিয়াজুরী হাওরের কীর্তনখোলা, চইত্যা, পাইয়ার বাঁধসহ সকল ফসল রক্ষা বেরী বাঁধ হুমকিতে রয়েছে।
খালিয়াজুরী উপজেলায় ২০ হাজার ১২০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। তার মধ্যে ১৮ হাজার ৯ শত হেক্টর হাওরের আওতাধীন। ইতিমধ্যে যেসকল জমিতে ৭৫ ভাগ ধান পেকেছে, সেগুলো কাটার জন্য উৎসাহিত করা হচ্ছে।
পানির চাপে কীর্তনখোলা বাঁধের তিনটি পয়েন্টে বাঁধ ধ্বসে যায়। সম্মিলিত প্রচেষ্টায় এখন পর্যন্ত বাঁধ টিকিয়ে রাখা হয়েছে। দুই থেকে তিনদিন এভাবে থাকলে হাওরের ধান রক্ষা করা যাবে বলে আশা করছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী।
হঠাৎ করে উজান থেকে পাহাড়ী ঢল এসে ধনু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। স্থানীয় কৃষকদের সহায়তায় বাঁশ, কাট, মাটি দিয়ে বেরী বাঁধ রক্ষার চেষ্টা করে যাচ্ছে।
হাওরের একমাত্র বোরো ফসল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার, এমনটিই প্রত্যাশা হাওরবাসীর।