নেত্রকোনায় ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম শুরু
- আপডেট সময় : ০৫:৩০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি নির্বাচনে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটদান প্রক্রিয়ার প্রশিক্ষণ শুরু হয়েছে।
সকাল ৯টা থেকে কুমিল্লা জিলা স্কুল ও ফয়জুন্নেছা সরকারি উচ্চ বিদ্যালয়ে তিন দিন ব্যাপী এ কার্যক্রম চলছে । রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহেদুন্নবী চৌধুরী জানান, প্রায় ২ হাজার ২’শ কর্মকর্তাকে ইভিএম প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তারা যেন ভোটারদের নির্বিঘ্নভাবে ভোটদানে সহযোগিতা করতে পারেন, একারণেই এই প্রশিক্ষণ।
এদিকে, নেত্রকোনায় ভোটার তালিকা হাল নাগাদ কার্যক্রম শুরু হয়েছে।
সকালে লক্ষ্মীগঞ্জ ও কলমাকান্দা উপজেলার বড়খাপন ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়। ভোটার তালিকায় অন্তর্ভূক্তির জন্য লক্ষ্মীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ লাইনে দাঁড়ায় পুরুষ ও নারীরা। লোক সংখ্যা বেশি ও প্রথমদিন হওয়ায় নিবন্ধণ পূরণে দেরী হচ্ছে। তবে যতক্ষণ লোক থাকবে ততক্ষণ নিবন্ধণের কাজ চলবে। প্রতিদিন এই কার্যক্রম চলবে বলে জানান উপজেলার নির্বাচন কর্মকর্তা ইদি আমীন। বিশৃংখলা এড়াতে প্রস্তুত রয়েছে আইন শৃংখলাবাহিনী।