নেত্রকোনা ও গাজীপুরে ৩ জনকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৫:৪২:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ মার্চ ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
গাজীপুরে স্ত্রী-সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়েছে বাবা। নেত্রকোনার দুর্গাপুরে দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহতের স্বজনরা জানায়, কয়েকদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে রাতে প্রায়ই কথা কাটাকাটি হতো তাদের। বিভিন্ন সময় স্ত্রী-সন্তানকে মারধরও করতেন মফিজ। রোববার রাতে সবাই ঘুমিয়ে পড়লে স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে মফিজ। পরে বড় ছেলে রোকন ঘুম থেকে উঠলে তাকেও কুপিয়ে হত্যা করা হয়। স্ত্রী ও সন্তানকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়ে যান স্বামী।
নেত্রকোনার দুর্গাপুরে দোকান ঘরে প্রবেশ করে হেকমত আলী নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ জানায়, হেকমত আলী প্রতিদিনের মতো রোববারও দোকান বন্ধ করে ভেতরে ঘুমিয়ে পড়েন। এ সময় একই ইউনিয়নের মাসুদ মিয়াসহ সংঘবদ্ধ কয়েক যুবক দোকানে এসে রাত ২টার দিকে হেকমতকে ডেকে তোলেন। পরে অস্ত্রের মুখে দোকান থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় হেকমত বাধা দিতে গেলে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে মাসুদ হেকমতের মাথায় কুপিয়ে জখমসহ গলায় রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা করেন। পরে স্থানীয়রা হেকমতকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।