নেত্রকোনা ও ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে দু’জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:২৮:১৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নেত্রকোনা ও ঝালকাঠিতে করোনা উপসর্গ নিয়ে দু’জন মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, বৃহস্পতিবার গ্রামের বাড়ী থেকে জ্বর, সর্দি, কাশি নিয়ে নেত্রকোনার মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি হন গৌরাঙ্গ পাল। স্যাম্পল নেয়ার পর তিনি পৌর সদরের ভাগ্নের বাসায় অবস্থান নেন। শুক্রবার রাত ১০টায় দিকে শ্বাসকষ্ট শুরু হলে সেখানে মারা যান তিনি। এ সময় বাসার ৪ জনের নমুনা সংগ্রহ এবং ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেন স্বাস্থ্য কর্মকর্তা। এছাড়াও ঢাকা থেকে আসা রেল কলোনীতে আরো ৪ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়।
এদিকে, ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের চড়খালি তারাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিদাস চন্দ্র হালদার শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। দুপুরে অসুস্থ অবস্থায় পিরোজপুর হাসপাতালে নেয়ার পথে বেকুটিয়া ফেরিঘাট এলাকায় মারা যান তিনি। রাজাপুরের ইউএনও সোহাগ হাওলাদার জানান, খবর পেয়ে স্থানীয় চেয়ারম্যানকে ওই বাড়ি পাঠিয়ে খোঁজখবর নেয়া হচ্ছে এবং রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচওকে নমুনা সংগ্রহের জন্য বলা হয়েছে। এর আগে তার ২ বার স্ট্রোক করেছিল।