নেত্রকোনা দুর্গাপুরে ড্রাম ট্রাক ও ব্যাটারী চালিত অটো রিক্সার সংঘর্ষে এক মহিলা নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২১:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
নেত্রকোনা দুর্গাপুরে ড্রাম ট্রাক ও ব্যাটারী চালিত অটো রিক্সার সংঘর্ষে সেলিনা নামের এক মহিলা নিহত হয়েছে। এসময় নিহতের স্বামী চাঁন মিয়া গুরুতর আহত হয়েছেন।
রোবরাতে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেরচর বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত সেলিনা উপজেলার বিরিশিরি ইউনিয়নের নওয়াপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, নিহত সেলিনা খাতুন ও তার স্বামী চান মিয়া নওয়াপাড়া নামক স্থানে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে সেলিনা খাতুন নিহত হয়।পরে স্থানীয়রা আহত অবস্থায় চান মিয়াকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।