নেত্রী অংসান সু চির বক্তব্যে হতাশ হয়েছেন আশ্রিত রোহিঙ্গারা
- আপডেট সময় : ১১:১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪০ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের নেত্রী অংসান সু চির বক্তব্যে হতাশ হয়েছেন কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গারা। সামরিক শাসনের সময় গৃহবন্দি অং সান সু চির মুক্তির জন্য এসব রোহিঙ্গাই ছিল সরব। অথচ আন্তর্জাতিক আদালতে সু চি চরমভাবে মিথ্যাচার করেছেন বলেও জানিয়েছেন তারা। তবে, এই আদালতের রায় পক্ষে আসবে বলে আশাবদী এসব রোহিঙ্গারা।
শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চি যখন সামরিক জান্তাদের কাছে গৃহবন্দি। তখন তাঁর মুক্তি আন্দোলনের অন্যতম একজন ছিলেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ। সে সময় কারাবন্দীও হয়েছিলেন তিনি। অথচ সু চি মুক্তি পেয়ে রোহিঙ্গাদের সর্বশান্ত করে দেশ ছাড়া করবে, সেসময় কেউ ভাবতেও পারেননি।
রোহিঙ্গাদের আরো বেশি অবাক করেছে আন্তর্জাতিক আদালতে অং সান সুচির মিথ্যাচার। সু চি ক্ষমতায় আসার পর মুহিবুল্লাহকেও ছাড়তে হয়েছে নিজের জন্মভূমি। কক্সবাজারের কুতুপালং আশ্রয় শিবিরই এখন তার ঠিকানা। গেলো কয়েকদিন আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া ও মিয়ানমারের শুনানি শেষে রোহিঙ্গাদের অপেক্ষা এখন বহুল প্রত্যাশিত রায়।