নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৪:০৩ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে ডাচদের ১১৮ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে কিউইরা।
হ্যামিল্টনে টস হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। অধিনায়ক টম লাথামের ১৪০ রানে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৬৪ রান তোলে তারা। এছাড়া সুবিধা করতে পারেননি কেউই। ব্রাকওয়েল করেন ৪১ রান। জবাবে ব্যাট করতে নেমে কখনোই জয়ের পথে ছিলো না নেদারল্যান্ড। মাঝে কিছুটা প্রতিরোধ গড়লেও বড় হার এড়াতে পারেনি ডাচরা। ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন ডি লিডস। ৩ উইকেট নেন মিচেল। সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস।