নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ সামনে রেখে অব্যাহত রয়েছে ফুটবলারদের অনুশীলন
- আপডেট সময় : ০৮:৩৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচ সামনে রেখে অব্যাহত রয়েছে ফুটবলারদের অনুশীলন। করেনায় দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় অনুশীলনে ফুটবলারদের ফিটনেসের উপর নজর দেয়া হয়েছে বেশি। যদিও ফিটনেস নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন ফিটনেস কোচ এভান রাজলক। এদিকে, নেপাল মিশনে নামতে দল পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানান জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন।
১৩ ও ১৭ নভেম্বরে নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচকে সামনে রেখে অনুশীলন অব্যাহত রেখেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রায় ১৯ দিনের অনুশীলনেও গভীর মনোযোগী জেমি ডে শিষ্যরা।
করোনার কারণে দীর্ঘদিন মাঠে বাইরে ছিলেন ফুটবলাররা। তাই ফিটনেসের উপর নজর দেয়া হয়েছে বেশি। কিন্তু তাতে কতটা সফল ফুটবলাররা।
করোনার মাঝে ঘরবন্দি অবস্থাতেও যার যার জায়গা থেকে অনুশীলন করেছেন ফুটবলাররা। সে সময়ের অনুশীলন কাজে দিয়েছে বলে মনে করেন এই ডিফেন্ডার।
নেপাল ম্যাচকে সামনে রেখে গেলো ৬ নভেম্বর ঢাকায় এসেছেন ফিটনেস কোচ এভান রাজলক। ফুটবলারদের গেলো কয়েকদিনের কাজে বেশ সন্তুষ্ট ফিটনেস কোচ।
এদিকে, নেপাল বধের মিশনে নামার আগে পুরোপুরি প্রস্তুত রয়েছে দল। যতটুকুই বা ঘাটতি আছে দলগতভাবে খেললে সেটাও কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন ডিফেন্ডার তপু বর্মন।
করোনার কারণে সেরা দল নিয়ে বাংলাদেশে আসতে পারেনি নেপাল। যে সুযোগটা ভালভাবেই কাজে লাগাতে চায় বাংলাদেশ।