নেশন্স লিগে স্পেনের কাছে ২-১ গোলে হেরেছে ইতালি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
অবশেষে থামল ইতালির অজেয় যাত্রা। রেকর্ড গড়া টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটার ইতি টানল স্পেন। নেশন্স লিগের শেষ চারে বর্তমান ইউরো চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লুইস এনরিকের দল।
মিলানের এই মাঠে এবারই প্রথম হারল ইতালি। যদিও ম্যাচের শুরুতে একাধিক গোলের সুযোগ নষ্ট করে আজ্জুরিরা। যে সুযোগে প্রথমার্ধে জোড়া গোলে সফরকারীদের চালকের আসনে বসান ফেররান তরেস। মাঝে ৪২তম মিনিটে বড় ধাক্কা খায় ইতালি। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বোনুচ্চি। দ্বিতীয়ার্ধে ১০ জনের দল নিয়ে লড়াই করে মানচিনির দল। শেষদিকে একটি গোল শোধ দেয় ইতালি। তবে, শেষ রক্ষা হয়নি স্বাগতিকদের। শেষ পর্যন্ত ২-১ গোলের আক্ষেপ নিয়েই মাঠে ছাড়তে হয়েছে ইতালিকে। এদিকে, আজ দ্বিতীয় সেমিফাইনালে বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় শুরু হবে ম্যাচ।