নোয়াখালীর অপ-রাজনীতি ও বিভিন্ন দুর্নীতি-অনিয়ম বন্ধের দাবিতে নেয়া সকল কর্মসুচি স্থগিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩১:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে নোয়াখালীর শাসক দলীয় রাজনীতিকদের অপ-রাজনীতি ও বিভিন্ন দুর্নীতি-অনিয়ম বন্ধের দাবিতে নেয়া সকল কর্মসুচি আগামী এক মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন নোয়াখালী বসুরহাটের পৌর মেয়র মির্জা আবদুল কাদের।
বিকেলে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে সৌজন্য সাক্ষাতশেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এ সময় নোয়াখালীর অপ-রাজনীতির বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব অবগত রয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, এ ব্যাপারে যাচাইয়ের পর দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন দলের সভাপতি– প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী এক মাসের মধ্যে এই অনিয়ম-দুর্নীতি বন্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত না হলে আবারও নতুন কর্মসুচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন মির্জা কাদের।