নোয়াখালীর চাটখিলে এক প্রবাসীর স্ত্রী সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৫:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মানের অভিযোগে নোয়াখালীর চাটখিলে এক প্রবাসীর স্ত্রী সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নার্গিস আক্তার জানান, তার স্বামী আলী হোসেনের দীর্ঘ ২৪ বছর সৌদি আরবে রয়েছেন। প্রতিবেশী আবুল কালামের সাথে জায়গা জমি নিয়ে তাদের একটি মামলা চলছে। ওই মামলায় আদালত স্থায়ী নিষেধাজ্ঞা জারী করে। অদ্যাবদী ওই নিষেধাজ্ঞা বহাল রয়েছে। কিন্তু মামলার আসামী আবুল কালাম আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপুর্ণ ওই ভূমিতে স্থাপনা নির্মাণ করছেন। ভুক্তভোগিদের অভিযোগ,আবুল কালামর সন্ত্রাসীদের দিয়ে তাদের নানা রকম হুমকি ধমকিও দিচ্ছে।
এদিকে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হয়রানি মূলক মামলার সঠিক তদন্তের দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন হয়েছে। সকালে জেলা প্রেসক্লাব হলরুমের এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ভুক্তভোগী পরিবারের সদস্য জায়েদা খাতুন, তার স্বামী সাজ উদ্দিন ফকির, দুই সন্তান শিমু আক্তার ও রুমা আক্তার।