নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যার পর পুলিশের সাথে গোলাগুলিতে ৩ ডাকাত নিহত
- আপডেট সময় : ১২:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
ফেনীর দাগনভুঞায় বেকের বাজারে নৈশপ্রহরীকে শ্বাসরোধে হত্যার পর পুলিশের সাথে গোলাগুলিতে ৩ ডাকাত নিহত হয়েছে।
দাগনভুঞায় একটি দোকানে ডাকাতির চেষ্টায় বাধা দিলে নৈশপ্রহরীকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে ডাকাত দল। এরপর ডাকাতরা পালিয়ে যাবার সময় পুলিশের সাথে গোলাগুলিতে ৩ ডাকাত নিহত হয়। পরে একজনকে আটক করা সম্ভব হলেও দলের অন্যরা পালিয়ে যায়। ভোরে উপজেলার বেকের বাজার এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও তিনটি ছোরাসহ উদ্ধার করা হয় ডাকাতির সরঞ্জাম। পুলিশ ও স্থানীয়রা জানায়, শরীয়ত এ্যান্ড ব্রাদার্স নামে একটি মুদি দোকানের মালামাল লুট করে ট্রাকে তোলার সময় নৈশপ্রহরী আবদুল মান্নান চিৎকার দিলে তাকে গলায় গামছা পেঁচিয়ে ও হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে ডাকাতরা। এ সময় ঘটনা বুঝতে পেরে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দেয়াসহ থানায় ফোন দেয়। একপর্যায়ে ডাকাত দল ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ও স্থানীয়রা মিলে তাদের ধাওয়া দেয়। এসময় পুলিশ গুলি ছুঁড়লে ৩ ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে দাগনভুঞা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ঘটনায় আরো একজনকে আটক করা হয়েছে।