নোঙর করা লঞ্চে অগ্নিকাণ্ডে অবকাঠামো ভস্মীভূত
- আপডেট সময় : ০৯:১৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বরিশাল নদী বন্দরে নোঙর করে রাখা যাত্রীবাহী চন্দ্রদ্বীপ লঞ্চে অগ্নিকাণ্ডে নীচতলা এবং দ্বিতীয় তলার অবকাঠামো এবং সাজসজ্জা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ভোর সাড়ে ৫টার দিকে আকস্মিক লঞ্চে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই লঞ্চের নীচতলা এবং দ্বিতীয় তলার অবকাঠামো এবং আসবাবপত্রসহ সাজসজ্জা পুড়ে যায়। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান ও বরিশাল নৌ-থানার ওসি আবদুল্লাহ আল-মামুন জানান, মশার কয়েল অথবা ধূমপানের আগুন থেকে অগ্নিকাণ্ডেরর সূত্রপাত হতে পারে। তবে তদন্ত না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ জানা সম্ভব নয়। বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, চন্দ্রদ্বীপ লঞ্চটি বরিশাল-লক্ষ্মীপুর রুটে চলাচল করতো। সরকারি নির্দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকায় প্রায় ৩০টি লঞ্চ নদী বন্দরের পন্টুনে নোঙ্গর করে রাখা হয়েছে।