নোয়াখালির হাতিয়ায় জলদস্যু বাহিনীর সংঘর্ষে নিহত ৩
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
নোয়াখালির হাতিয়ায় জলদস্যু বাহিনীর সংঘর্ষে নিহত হয়েছে তিনজন। এদিকে, কক্সবাজার থেকে ১ লাখ পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে।
নোয়াখালীর হাতিয়ায় ঘাসিয়ার চরে দুই জলদস্যু বাহিনীর মধ্যে গোলাগুলির পর তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ গুলো আজ নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হবে। গোলাগুলিতে আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে, কক্সবাজারে ১ লাখ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার এবং একটি গাড়ি জব্দ করা হয়। ইয়াবার আনুমানিক মূল্য ৩ কোটি টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।