নোয়াখালীতে ভবনের সামনে দাঁড়ানো নিয়ে আ’লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ
- আপডেট সময় : ০২:০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / ১৬২৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর চাটখিল মোহাম্মদপুর ইউনিয়নে বিদ্যালয় ভবনের উদ্বোধনের সময় সামনে দাঁড়ানো নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়েছে পুলিশ।
গতকাল সন্ধ্যায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন স্বপন। আহত অন্যদের নাম পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’তলা নতুন ভবন উদ্বোধনের জন্য বিদ্যালয় প্রাঙ্গনে আসেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।
এসময় সাংসদের পাশে দাঁড়ানো নিয়ে উপস্থিত আওয়ামী লীগের দু’পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তারা পুলিশের গাড়িতেও হামলা চালায়। পরে পুলিশ শর্টগানের গুলি ছুঁড়লে ছত্রভঙ্গ হয়ে যায়।