নোয়াখালীর অধিকাংশ ক্ষেতে পড়ে আছে পাকা তরমুজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর অধিকাংশ ক্ষেতে পড়ে আছে পাকা তরমুজ। আকারে ছোট আর পোকার আক্রমণে নষ্ট হওয়ায় কিনছে না ব্যাপারীরা। এর মধ্যে লকডাউন আসায় নতুন দুশ্চিন্তায় পড়েছে কৃষক।
আকারে বড় আর মিষ্টির জন্য খ্যাতিলাভ করেছে নোয়াখালীর সুবর্ণচরের তরমুজ। কিন্তু, গত বছর লকডাউনে দাম না পেয়ে লোকসানে পড়ে কৃষক। এ বছর তরমুজের আবাদ নেমে এসেছে অর্ধেকে। এবার আকারে ছোট হওয়ায় আর লকডাউনের কারনে দাম পাচ্ছেনা চাষিরা।
সময়মতো জমিতে সেচ দিতে পারেনি চাষী। এছাড়া, পোকার আক্রমনে ফলন ভালো হয়নি। সঠিক সময় পরামর্শ না পাওয়ারও অভিযোগ করে তারা।
চাষে প্রয়োজনীয় বিনিয়োগ না করায় ফলন ভালো হয়নি বলে দাবি করেন, কৃষি কর্মকর্তা।
এ বছর সুবর্ণচর উপজেলায় ১৩শ’ ৯৭ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। গত বছর এর দ্বিগুণ আবাদ হয়েছিল।