নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাটের ৪ জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
মুক্তিযুদ্ধ চলাকালে গণহত্যা, হত্যা ও নির্যাতনসহ সুনির্দিষ্ট ৩ অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাটের ৪ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে।
দুপুরে ধানমণ্ডির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ৭৮তম তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, অভিযুক্ত ৪ আসামীর সবাই পলাতক এবং এদের মাঝে ৩ জন জামায়াত ও ১ জন বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তদন্তে ৭০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং ২৮ জনকে এই মামলার সাক্ষী হিসেবে গ্রহণ করা হয়। আসামীদের গ্রেফতারের স্বার্থে নাম ও ছবি প্রকাশ করা হয়নি বলেও জানান তদন্ত সংস্থার শীর্ষ কর্মকর্তারা।