নোয়াখালীর গৃহবধূ নির্যাতনের ঘটনায় প্রশাসনের গাফিলতি পেয়েছে কমিটি
- আপডেট সময় : ০১:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়া হয়েছে। এ ঘটনায় গৃহবধূর সাবেক স্বামীর সংশ্লিষ্টতা পেয়েছে গঠিত তদন্ত কমিটি। একইসাথে দেলোয়ার, ওসি, বেগমগঞ্জ সার্কেলের এএসপিসহ প্রশাসনের গাফিলতি পেয়েছে এ কমিটি।
তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশও করেছে কমিটি। বিচারপতি মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের বেঞ্চে এ প্রতিবেদন জমা দেয়া হয়। শুনানিতে আদালত মন্তব্য করেছেন, দেলোয়ার এ ঘটনার মূল হোতা। এটি নৃশংস ঘটনা। গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে ঘটনাটি। মানবিক বোধের চরম অবক্ষয় এ ঘটনা। এ ঘটনায় দেলোয়ার বাহিনীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে নারীর প্রতি সহিংসতা, নির্যাতনে নজীর সৃষ্টি হবে। দেলোয়ার বাহিনী পাশবিক বাসনা চরিতার্থ করতে ওই গৃহবধূর ভিডিও ধারণ করেছে। এ ঘটনায় গ্রাম পুলিশকে আরো কার্যকর ও শক্তিশালী করার প্রস্তাব দিয়েছে হাইকোর্ট গঠিত তদন্ত কমিটি। পরবর্তী শুনানি ২৯ নভেম্বর।