নোয়াখালীর চৌমুহনীর মন্দিরে হামলা : অভিযুক্ত ৪ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ভিডিও দেখে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মন্দিরে হামলা চালানো হয়। লুটপাট হয় মন্দিরের পূজার সামগ্রী। হামলা ও লুটের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তারের পর এসব সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানায় রেব।
সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির, মণ্ডপ, ঘরবাড়ি ও দোকানপাটে হামলার ঘটনায় জড়িত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন। জানান, রাজধানীর ডেমরা, নারায়ণগঞ্জ ও নোয়াখালীর বেগমগঞ্জে অভিযান চালিয়ে রুবেল, রাকিব, রিপন ও সোহাগ নামের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মন্দিরের লুন্ঠিত পিতলের প্রতিমা, নগদ টাকা ও পূজার সামগ্রী উদ্ধার করা হয়।