নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চর দখল নিয়ে চলছে সন্ত্রাসী হামলা
- আপডেট সময় : ০২:৪১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা চর দখল নিয়ে চলছে সন্ত্রাসী হামলা। ভূমিহীনদের নামে মামলা দিয়েও নানাভাবে হয়রানী করা হচ্ছে। তবে প্রকৃত ভূমিহীনদের মাঝে চরের জায়গা বণ্টনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
উজানি নদীর পানিবাহিত পলি জমে নোয়াখালীর দক্ষিণ সাগরের বুকে জেগে উঠেছে শতাধিক ছোট দ্বীপ। নতুন জেগে উঠা ৩৩ হাজার বর্গ কিলোমিটার ভূমি দখলকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী। প্রশাসনের অনুপস্থিতিতে ভূমি বন্টনও করছে তারা। বিক্রিও করা হচ্ছে। এছাড়া মামলার পর মামলা দিয়ে ভূমিহীনদের হয়রানির অভিযোগও রয়েছে।
সন্ত্রাসী বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছে নদী ভাঙনের শিকার ভূমিহীন ও জমির প্রকৃত মালিকরা।
জমির প্রকৃত মালিকানা নির্ধারণসহ বণ্টনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এদিকে, জমি দখলের বিষয়ে সাবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিলেন জেলা প্রশাসক।