নোয়াখালীর সেনবাগে এসএ পরিবহনের নতুন শাখার কার্যক্রম শুরু
- আপডেট সময় : ০২:২৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / ১৭৮১ বার পড়া হয়েছে
এবার নোয়াখালীর ঐতিহ্যবাহী শহর সেনবাগে নতুন শাখার কার্যক্রম শুরু করলো দেশের শীর্ষস্থানীয় কুরিয়ার ও পার্সেল সার্ভিস প্রতিষ্ঠান- এসএ পরিবহন। বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শুক্রবার নতুন শাখাটির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। ৪০ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় সেনবাগবাসীকেও উন্নত গ্রাহকসেবা প্রদানের পাশাপাশি অদূর ভবিষ্যতে এসএ পরিবহনকে আন্তর্জাতিক পরিমন্ডলে ছড়িয়ে দেয়ার প্রত্যয় জানান তিনি। এসময় সেনবাগে এসএ পরিবহনের মতো একটি জরুরি সেবাধর্মী প্রতিষ্ঠানের শাখা স্থাপন করায় সালাউদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয় জনপ্রতিনিধি ও নানান শ্রেণী-পেশার মানুষ।
সেনবাগের কাদরা হাসপাতাল রোডে চলছে উৎসবের আমেজ। কারণ এই শহরে দেশের শীর্ষস্থানীয় কুরিয়ার ও পার্শ্বেল সার্ভিস এসএ পরিবহনের অফিস উদ্বোধন হচ্ছে।
বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে নিজস্ব ভবনে নতুন এই শাখার উদ্বোধন করেন এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ।
এসময় যে কোন পরিস্থিতিতে অতীতের মতো ভবিষ্যতেও গ্রাহক সেবার মানের সঙ্গে আপস না করার কথা জানান এসএ পরিবহনের শীর্ষ কর্মকর্তারা।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধিরা ঐতিহ্যবাহী সেনবাগে এস এ পরিবহনের শাখা খোলায় সালাউদ্দিন আহমেদের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, এই শাখার মাধ্যামে সেনবাগ বাসীর জীবন মান ও অর্থনৈতিক অবস্থা আরো সমৃদ্ধ হবে।
দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও এসএ পরিবহনের কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে অচিরেই বাংলাদেশের মতো বিশ্বের শীর্ষ স্থানীয় কুরিয়ার ও পার্শ্বেল সার্ভিস হিসেবে এসএ পরিবহন প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যয় জানান কোম্পানিটির ব্যাবস্থাপনা পরিচালক।
অতীতে হরতাল, অবরোধ, কার্ফিউ এমনকি করোনা মহামারির সময়ে গ্রাহকসেবা অব্যহত রেখে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছে এসএ পরিবহন। ভবিষ্যতে এই ধারাবাহিকতা ধরে রাখার আশাও জানান তিনি।
এসময় সেনবাগে এসএ পরিবহনের নতুশ শখার উদ্বোধন করায় সালাউদ্দিন আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নের্তৃবৃন্দ।