নোয়াখালী-জামালপুরে অবৈধ মজুদ ১ লাখ লিটার সয়াবিন তেল জব্দ
- আপডেট সময় : ০৭:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
নোয়াখালী ও জামালপুরে অবৈধভাবে মজুদ এক লাখ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। মজুদের অভিযোগে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নোয়াখালীর বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে অভিযান চালিয়ে ১৮ হাজার লিটার সয়াবিন ও পাম অয়েল জব্দ করা হয়েছে। অবৈধভাবে মজুদ রাখার অপরাধে মেসার্স বিজয়া ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদফতর। একইসঙ্গে, ভবিষ্যতের জন্য সর্তক করে দেয়া হয়।
এদিকে, জামালপুরের মেলান্দহে দু’টি দোকানে অভিযান চালিয়ে ৮১ হাজার লিটার সয়াবিন তেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩৭৩ টি ড্রামে ৫৬ হাজার লিটার সয়াবিন তেল মজুদ রাখার অভিযোগে তেল ব্যবসায়ী তপু সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে বাজারের জননী তেল ভাণ্ডারে অভিযান চালিয়ে ১৬৬ টি ড্রামে ২৫ হাজার লিটার তেল মজুদ রাখার অভিযোগে ব্যবসায়ী সিরাজুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।