নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য কিরণের বিরুদ্ধে এক বিধবার জমি দখলের অভিযোগ
- আপডেট সময় : ০১:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণের বিরুদ্ধে বেগমগঞ্জে এক বিধবার জমি দখলের অভিযোগ উঠেছে। নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে বালু ফেলে ওই নারীর স্বামীর কবরটিও ভরাট করা হয়েছে। এমপি’র দখল দারিত্ব এবং বিভিন্ন অনৈতিক কাজের কেউ প্রতিবাদ করলে প্রশাসন ও তার ক্যাডার বাহিনীর হাতে নির্যাতনের শিকার হতে হয় ভুক্তভোগীদের। এ বিষয়ে জানতে চাওয়া হলে এসএটিভিকে সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ জানান, জমি দখলের সাথে তার নিজের কোন সম্পৃক্ততা নেই ।
এমন আহাজারি বেগমগঞ্জ পৌর এলাকার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল মান্নানের বিধবা স্ত্রী মোসাম্মাত তৈবুর নেছার।
৬৫ বছর বয়সী তৈবুন নেছা মৃত্যুর আগ পর্যন্ত স্বামীর কবর দেখতে বাড়ির পাশেই স্বামীকে কবর দেন। কিন্তু তা এ আশা ধূলে-বালিতে মিশে দেন স্থানীয় সাংসদ। দখল করে নেন বিধবা ওই নারীর স্বামীর কবর সহ বসতভিটার একটি বড় অংশ।
সরজমিনে দেখা যায়, বেগমগঞ্জ- মাইজদী সড়কের পাশে প্রায় ৪০ ডেসিমেল জামি বালু ভরাট করা হয়েছে। জমির মালিক দাবিদার তৈবুন নেছার অভিযোগ সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ মাত্র ৬ ডিসিমেল জামি কিনেছেন। পরবর্তীতে তার ক্যাডার বাহিনী দিয়ে পুরো জমিটি দখলে নেন তিনি।
তিন নম্বর ওয়ার্ডের আরেক বাসিন্দা সিরাজ মেম্বারের ছেলেদের জমিতেও হানা দেয়ার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এমপির বিরুদ্ধে। মেম্বারের বড় ছেলে গোলাম মোস্তফা ফারুক এস এ টিভিকে জানান, ২০১২ সালে তিনি মেয়র থাকাকালীন সময়ে এই যায়গাটির উপর তার নজর পরে।এর পর থেকে প্রশাসন ও দলিয় ক্যাডার বাহিনী দিয়ে জমি দখলের চেষ্টা করেন তিনি। পরবর্তীতে কয়েক দফা ঘর তৈরী করতে গেলে এমপির সন্ত্রাসী বাহিনীরা অস্ত্র-সস্ত্র নিয়ে বাধাঁ দেয়ায় আজঅব্দি বন্ধ রয়েছে তাদের নির্মাণ কাজ।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলে এমপির আমলনামার বিস্তর অভিযোগে জানা যায়, বেগমগঞ্জের বিভিন্ন স্থানে এমপি প্রথমে একটু জামি কিনেন। পরে আশপাশের জায়গা দখল করে নেন দখল-বাণিজ্যে খ্যাত এই সাংসদ । ক্যাডার বাহিনী দিয়ে অন্যের জমি দখলের বিষয়ে এস এ টিভিকে স্থানীয় এমপি বলেন, তিনি কোনরকম দখল-বাণিজ্যের সাথে জড়িত নন।