নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার ৯ দিন পর ভেসে ওঠে মরদেহ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া ভাইবোনের মরদেহ ৯ দিন পর উদ্ধার করা হয়েছে।
নৌকাডুবির ৯ দিন পর ভোরে নগরীর নবগঙ্গা এলাকায় ঘটনাস্থলেই তাদের মরদেহ ভেসে ওঠে।
মরদেহ দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়া ইসলাম সূচনা ও তার ভাই রিমনের। গত ২৫ সেপ্টেম্বর বিকালে রাজশাহী নগরীর নবগঙ্গা এলাকায় মাঝিসহ ১২ জন যাত্রী নিয়ে ওই নৌকাটি ডুবে যায়। এরপর স্থানীয়রা মাঝিসহ ১১ জনকে উদ্ধার করলেও দুই ভাই-বোনকে খুঁজে পাওয়া যায়নি। দুই দিন যাবত তাদের খুঁজে না পেয়ে উদ্ধার তৎপরতা শেষ ঘোষণা দেন কর্মরত ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নৌকাডুবির ঘটনায় দামকুড়া থানায় রাজশাহী নৌ-পুলিশের পক্ষ থেকে নৌকার দুই মালিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।