টাঙ্গাইলে নৌকার হাটে ক্রেতা সংকটে বিপাকে বিক্রেতারা
- আপডেট সময় : ০৫:৫৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের নাগরপুর গয়হাটা নৌকার হাটে ক্রেতা না থাকায় চরম হতাশায় ভূগছেন নৌকা বিক্রেতারা। আষাঢ় মাসের শেষভাগেও নদ-নদী, খাল-বিল ও নিম্নাঞ্চলে পানির দেখা মেলায় ভাটা পড়েছে নৌকার চাহিদায়। ফলে তৈরি করা নৌকা নিয়ে বিপাকে পড়েছেন কারিগররা। এদিকে বেচাবিক্রি না হওয়ায় লোকসান আতঙ্কে রয়েছেন হাট ইজারাদারও।
এ বছর নদ-নদী, খাল-বিল ও নিম্নাঞ্চলে পানির দেখার দেখা না মেলায় ক্রেতার অভাবে অলস সময় পার করছেন টাঙ্গাইলের নাগরপুর নৌকা হাটের নৌকা বিক্রেতারা।
অন্যান্য বছর আষাঢ়ের শুরুতে নদ-নদি, খাল-বিল ও নিম্নাঞ্চলে বন্যার পানিতে টৈ-টুম্বর থাকলেও এবছর আষাঢ়ের শেষেও নেই পানির দেখা। ফলে নৌকার হাটে আসছে না নিম্নাঞ্চলের মানুষ। দু’একজন আসছেন, যারা নাগরপুর হাট থেকে নৌকা কিনে অন্য জেলার হাটে বিক্রি করেন। তবে তারাও নির্মাণ খরচের চাইতে নৌকার দাম কম বলছে। ফলে এবার নৌকা বানিয়ে হতাশায় পড়েছেন বিক্রেতারা। ধার দেনা করে কাঠ কিনে নৌকা বানিয়ে লোকসান আতংকে নৌকার কারিগরেরা।
এদিকে.. হাটে নৌকা বিক্রি না হওয়ায় হাট ইজারাদারও ইজারার টাকা তোলা নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়।
টাঙ্গাইলের নাগরপুর গয়হাটা নৌকা হাটে ৩ হাজার থেকে ৭ হাজার টাকা দামের নৌকা বিক্রি হয়। অন্যান্য বছর প্রতি হাটে প্রায় তিন শতাধিক নৌকা আনা হলেও এবছর হাটে উঠেছে মাত্র ৬০ থেকে ৭০টি নৌকা।