নৌপরিবহনেও অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার নির্দেশ
- আপডেট সময় : ০৯:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেয়া ১৮ টি নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেছে মন্ত্রনালয়গুলো। সড়ক পথের পর এবার নৌপরিবহন খাতেও অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে বাড়বে ভাড়াও। পাশাপাশি সরকারি দপ্তরগুলোতে উপস্থিতি ৫০ শতাংশে নামিয়ে আনার পদক্ষেপ নেয়া শুরু হয়েছে। এসব নির্দেশনা না মানা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ।
করোনা সংক্রমণ প্রতিরোধে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ টি নির্দেশনা দেয়া হয়। যার মধ্যে গুরুত্ব দিয়ে বলা হয়েছে, গণপরিবহণে ধারণ ক্ষমতার ৫০ শতাংশের বেশি যাত্রী যাত্রী বহন করা যাবে না। বুধবার থেকে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে সড়ক পথে এ নির্দেশ কার্যকর হবার পর এবার নৌখাতেও একই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এপ্রিলের পহেলা তারিখ থেকেই নৌযানগুলোতেও ৫০ শতাংশের বেশি যাত্রী না নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রনালয়। দুপুরে সচিবালয়ে ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
ঈদ যাত্রার ব্যস্ত সময়ে স্বাস্থ্য সুরক্ষাবিধি সঠিক ভাবে পালনের নির্দেশ দিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী জানান, খুব প্রয়োজন না হলে ভ্রমণ না করাই ভালো। খালিদ মাহমুদ চৌধুরী, নৌপরিবহন প্রতিমন্ত্রী ( লঞ্চগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যদি স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো লঞ্চ ব্যত্যয় ঘটায় আমরা তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেবো। )
পরে বিআইডব্লিউটিএ ১০০ কিলোমিটারে পর্যন্ত প্রতি কিলোমিটার প্রতি ১ টাকা ৭০ পয়সা ও পরবর্তী কিলোমিটারগুলোতে ১ টাকা ৪০পয়সা পর্যন্ত নির্ধারণের সুপারিশ করে। এদিকে অফিস-আদালতে ৫০ শতাংশ উপস্থিতির বিষয়টি বাস্তবায়ন শুরু হয়েছে জানিয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, তার মন্ত্রণালয় এটি শতভাগ বাস্তবায়ন করেছে। অন্য মন্ত্রনালয়গুলোও প্রস্ততি শুরু করেছে।
গর্ভবতী, অসুস্থ ও যাদের বয়স ৫৫ বছরের বেশি বা যাদের ফুসফুসে সমস্যা রয়েছে, তারা বাড়িতে অবস্থান করে অফিস করবেন বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।