নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ
- আপডেট সময় : ০৯:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
নড়াইলের চিত্রা নদীতে অনুষ্ঠিত হলো আবহনমান গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। করোনার সংক্রমণ কমে যাওয়ায় দীর্ঘদিন পর নৌকা বাইচকে ঘিরে চিত্রা নদীর চার কিলোমিটার নদীর দুপাড় জুড়ে ছিলো হাজারো মানুষের ভীড়।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশ ট্যুড়িজম বোর্ড ও নড়াইল জেলা প্রশাসন ঐতিহ্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগতার আয়োজন করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী।
শেখ রাসেল সেতু থেকে শুরু হয়ে প্রায় চার কিলোমিটার নদীপথ অতিক্রম করে চিত্রশিল্পী এসএম সুলতান সেতুতে গিয়ে শেষ হয়। এ প্রতিযোগিতায় নড়াইল, খুলনা, গোপালগঞ্জসহ পাশ্ববর্তী জেলা থেকে আসা কালাই ও টালাই দুইটি গ্রুপে মোট ১৪টি নৌকা অংশ গ্রহণ করে।
এমন আয়োজনে বেশ খুশি দর্শনার্থীরা।
নৌকা বাইচ উপলক্ষে বসে মেলা। আর এতে কেনাকাটা করে খুশি দর্শনার্থীরা।
নৌকা বাইচ প্রতিযোগিতা ভিন্নমাত্রা যোগ করবে বলে জানান বে-সামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী।
দেশের ঐতিহ্যকে ধরে রাখতে নৌকা বাইচসহ গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা প্রয়োজন বলে, মনে করেন সাধারণ মানুষ।