নড়াইলের নড়াগাতীতে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত
- আপডেট সময় : ০৬:৪৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
নড়াইলের নড়াগাতীতে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রায়হান ফকির রানা নামে এ যুবক নিহত হয়েছে। এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় এক সংস্কৃতি কর্মী নিহত হয়েছে।
গোপালগঞ্জ সীমান্তবর্তী নড়াগাতীতে সবর ফকির ও মান্নান সিকদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে সবর ফকিরের সমর্থক রায়হান ফকিরসহ কমপক্ষে ২১ জন আহত হয়। উভয় পক্ষের আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক রায়হান ফকিরকে মৃত ঘোষনা করে।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে প্রতিপক্ষের হামলায় এক সংস্কৃতি কর্মী নিহত হয়েছে। রোববার সরকারি খালের পানি নিয়ে ওই গ্রামের মৃত মোছন মিয়ার ছেলে ওসমানের সঙ্গে তননের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সোমবার বিকেলে উপজেলার আলিয়ারা গ্রামে বাড়ির পাশের রাস্তায় মজনু ও তার সঙ্গে থাকা ১০-১৫ জন তননের ওপর হামলা করে। পরে আহত অবস্থায় তননকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে রাতে তিনি মারা যান।