নড়াইলে চলছে ৩ দিনের এস এম সুলতান উৎসব
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ১৮২৩ বার পড়া হয়েছে
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মজয়ন্তী উপলক্ষে ৩ দিনের সুলতান উৎসব চলছে নড়াইলে।
উৎসবের দ্বিতীয় দিনে আজ নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা হয়। এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতায় ৩ শতাধিক শিশু অংশ নেয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। এসময় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম, নড়াইলের পৌরমেয়র আঞ্জুমান আরা, এসএম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উৎসব উপলক্ষে মঞ্চ চত্বরে বসেছে গ্রামীণ মেলা। সুলতান উৎসব শেষ হবে কাল। তিন দিনের এ উৎসবে ফটোগ্রাফি প্রদর্শনী, আর্ট ক্যাম্প, চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।