নড়াইলে চলতি বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
নড়াইলে চলতি বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
সকালে নড়াইল খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অর্নিবান ভদ্রের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হাসানসহ অনেকে। জানা যায়, ৪০ টাকা কেজি দরে এ বছর মোট ৪ হাজার ৭শ’ ২৭ মেট্রিক টন চাল এবং ২৭ টাকা কেজি দরে ৬ হাজার ৭শত ৯৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।