নড়াইলে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নড়াইলে জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সকালে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ জেলা শাখা আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহরের পুরাতন বাস টার্মিনাল বঙ্গবন্ধু চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইউসুফ, সাধারণ সম্পাদক ও সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরাসহ অন্যরা।এ সময় বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধীতাকারীদের বিচারের দাবি জানানো হয়।