নড়াইল-ফুলতলা আঞ্চলিক সড়কটির অধিকাংশ জায়গা চলাচল অনুপোযোগী
- আপডেট সময় : ০১:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
নড়াইল-ফুলতলা আঞ্চলিক সড়কটির অধিকাংশ জায়গায় পিচ উঠে কয়েক বছর ধরে চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে।সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দের।চলাচল স্বভাবিক রাখতে পিচের এই সড়কে অনেকস্থানে ইটের সলিং বসানো হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কারের কাজ শুরু হবে।
নড়াইল-ফুলতলা আঞ্চলিক সড়কটি ২৮ কিলোমিটার। এ সড়ক দিয়ে নড়াইল জেলার মানুষ খুলনা এবং শিল্পনগরী নওয়াপাড়াসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করে।সড়কটির কাড়ারবিল, বীড়গ্রাম, গোবরা, আড়পাড়া, মির্জাপুরসহ বিভিন্ন এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীরা।অধিকাংশ স্থান হতে পিচ উঠে দুর্ভোগে পড়েছে মানুষ। এতে দুর্ঘটনার পাশাপাশি রাস্তায় যানবাহন নষ্ট হয়ে পড়ে থাকছে।
সড়কটি সংস্কার ও প্রশস্তকরণের কাজ খুব দ্রুত শুরু হবে সড়ক ও জনপথ অধিদপ্তর নড়াইলের নির্বাহী প্রকৌশলী।
সড়কটি দ্রুত সংস্কারের মাধ্যমে জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে এমনটাই প্রত্যাশা সবার।