নড়াইল সদর উপজেলার গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

- আপডেট সময় : ০৬:১২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই-রুখালী এলাকায় অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা।
দু’দিনব্যাপী পৌষসংক্রান্তি মেলার অন্যতম আকর্ষণ ছিলো এই প্রতিযোগিতা। আকাশ সংস্কৃতি, ফেসবুক, ইউটিউব, অনলাইন গেমের এই যুগে নির্মল আনন্দ ছড়িয়ে দিতে বেশি করে এমন আয়োজনের দাবি দর্শনার্থীদের।
পৌষ সংক্রান্তি উপলক্ষে চাকই-রুখালী এলাকায় ১৬ ও ১৭ জানুয়ারী দুদিনব্যাপী ৩৬৬তম ঘোড়াদৌড় প্রতিযোগিতায় হাজারো মানুষের মিলনমেলা সৃষ্টি হয়। করোনার পর প্রথম মেলা ও ঘোড়া দৌড়ের আয়োজনকে ঘিরে চাকই-রুখালীসহ আশেপাশের ১০ গ্রামের মানুষের মিলনমেলায় পরিণত হয়।
প্রতিযোগিতায় অংশ নিতে দেশের বিভিন্ন এলাকা থেকে ঘোড়া এসেছে। শিশুরা ঘোড়ার ছোয়ার হিসেবে পরিচালনা করেন। খরচ বেশি হলেও মানুষকে আনন্দ দিতেই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেন বলে জানালেন ঘোড়ার এই মালিক।
দীর্ঘ দিন থেকে চলে আসছে এই জনপদে ঘোড়া দৌড় প্রতিযোগিতা। জনপ্রিয় ও ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা অব্যাহত রাখতে চান মেলা উদযাপন কমিটির প্রধান পৃষ্টপোষক বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।