পঁচাত্তরের খুনীদের মতো ২১ আগস্টের খুনীদেরও বিচারের রায় কার্যকর করা হবে: ওবায়দুল কাদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০
- / ১৫২২ বার পড়া হয়েছে
পঁচাত্তরের খুনীদের মতো ২১ আগস্টের খুনীদেরও বিচারের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তারেক রহমানসহ বিদেশে পালিয়ে থাকা খুনীদেরও দেশে ফিরিয়ে আনা হবে বলে জানান তিনি।
আওয়ামী লীগ আয়োজিত একুশে আগস্টের ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত থেকে সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনায় যোগ দিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, ২১ আগস্ট হত্যাকাণ্ডের বিচার বাধাগ্রস্ত করতে যা যা করার দরকার ছিল, তার সবই করেছিল তৎকালীন চারদলীয় জোট সরকার। বিচারপতি জয়নুল আবেদীনকে দিয়ে করা হয় এক সদস্যের কমিশন। এভাবে দেশের বিচার ব্যবস্থাকে তারা প্রহসনে রূপান্তরের অপচেষ্টা চালায় বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের।