পচা পেঁয়াজের সন্ধানে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪১:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
- / ১৫৫২ বার পড়া হয়েছে
পচা পেঁয়াজের সন্ধানে দেশের সবচে বড় পাইকারী বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
মজুদ করা পচা পেঁয়াজ সকাল থেকে নদীতে ও সিটি কর্পোরেশনের ভাগাড়ে ফেলে দেয়ার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সন্ধ্যায় খাতুনগঞ্জে এই অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে বেশ কয়েকটি গুদাম থেকে পচা পেঁয়াজের অস্তিত্ব পাওয়া গেছে। তবে ব্যবসায়ীরা বলছেন, ঘূর্নিঝড় বুলবুলের কারণে বন্দর থেকে খালাস করতে দেরি হওয়ায় মিয়ানমার থেকে আসা পেঁয়াজের বড় একটি অংশ পচে গেছে। ওই পচা পেঁয়াজই গেল দুই তিন দিন ধরে ফেলে দিয়েছেন তারা। তবে এতে সিন্ডিকেটের কোন কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখার কথা জানান অভিযানের নেতৃত্ব দেয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদার।