পঞ্চগড়সহ উত্তরের পাঁচ জেলায় এবার রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে
- আপডেট সময় : ০২:৫১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
পঞ্চগড়সহ উত্তরের পাঁচ জেলায় এবার রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়েছে। ক্যামেলিয়া খোলা আকাশ স্কুলের মাধ্যমে হাতে-কলমে চা চাষের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি সরবরাহের ফলে এ বছর রেকর্ড পরিমাণ উৎপাদন হয়েছে বলে জানায় চা বোর্ড।
পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর ও নীলফামারীতে এবার দশ হাজার একরের বেশি জমিতে চা চাষ হয়েছে। ১০টি বড় ও সাত হাজারের বেশি ক্ষুদ্র বাগান থেকে এক কোটি তিন লাখ কেজি চা উৎপাদন হয়েছে।
রোগবালাই ও পোকা দমনে বৈজ্ঞানিক সহায়তাসহ কাঁচা পাতার ন্যায্যমূল্য পাওয়ায় চা চাষে আগ্রহ বাড়ছে ক্ষুদ্র চাষিদের।
চাষ বাড়াতে কম দামে উন্নত জাতের চারা সরবরাহ করা হচ্ছে। আঞ্চলিক কার্যালয়ে পেস্ট ম্যানেজমেন্ট ল্যাবরেটরিও স্থাপন করা হয়েছে বলে জানায়, চা বোর্ড। চাষিদের সমস্যা সমাধানে ‘দুটি পাতা একটি কুঁড়ি’ নামে মোবাইল অ্যাপস চালু করা হয়েছে বলে জানান তিনি।